প্রাত্যহিক জীবনের জন্য ৫০টি প্রয়োজনীয় কোরিয়ান বাক্য।

প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় ৫০ টি বাক্য।
কোরিয়ান বাংলা উচ্চারণ
사랑해요 আমি তোমাকে ভালোবাসি সা-রাং-হে-ইয়ো
감사합니다 ধন্যবাদ খাম-সা-হাম-নি-দা
미안합니다 দুঃখিত মি-আন-হাম-নি-দা
어디예요? কোথায়? অ-দি-ইয়ে-ইয়ো?
이름이 뭐예요? আপনার নাম কি? ই-রু-মি মুয়-ইয়ে-ইয়ো?
안녕하세요 হ্যালো আন-নিয়ং হা-সে-ইয়ো
배고파요 আমি ক্ষুধার্ত ফে-গো-ফা-ইয়ো
물 주세요 পানি দিন মুল ঝু-সে-ইয়ো
화장실이 어디예요? টয়লেট কোথায়? হোয়া-জাং-শি-রি অ-দি-ইয়ে-ইয়ো?
도와주세요 আমাকে সাহায্য করুন থো-ওয়া-জু-সে-ইয়ো
잘 자요 শুভ রাত্রি ঝাল ঝা-ইয়ো
좋은 아침 সুপ্রভাত ঝো-উন আচ-ছিম
어떻게 지내세요? কেমন আছেন? অত-তোক-খে ঝি-নে-সে-ইয়ো?
잘 지내요 আমি ভালো আছি ঝাল ঝি-নে-ইয়ো
몇 시예요? কটা বাজে? মিয়ত সি-ইয়ে-ইয়ো?
얼마예요? কত টাকা? অল-মা-ইয়ে-ইয়ো?
이거 주세요 এটা দিন ই-গ ঝু-সে-ইয়ো
맛있어요 খুব মজাদার মা-শিস-স-ইয়ো
추워요 ঠান্ডা লাগছে ছু-উয়-ইয়ো
더워요 গরম লাগছে থ-উয়-ইয়ো
피곤해요 আমি ক্লান্ত ফি-গোন-হে-ইয়ো
기뻐요 আমি খুশি খি-প্প-ইয়ো
슬퍼요 আমি দুঃখিত ছুল-ফ-ইয়ো
놀랐어요 আমি অবাক হয়েছিলাম নোল-লাস-স-ইয়ো
어려워요 এটা কঠিন অ-রিয়-উয়-ইয়ো
쉬워요 এটা সহজ শুই-উয়-ইয়ো
천천히 말해 주세요 আস্তে বলুন ছন-ছ-নি মা-রে ঝু-সে-ইয়ো
다시 말해 주세요 আবার বলুন থা-সি মা-রে ঝু-সে-ইয়ো
이해가 안 돼요 আমি বুঝতে পারছি না ই-য়ে-গা আন দোয়ে-ইয়ো
이해했어요 আমি বুঝেছি ই-য়ে-হেস-স-ইয়ো
여기요 এখানে ইয়ো-গি-ইয়ো
저기요 ওখানে ঝ-গি-ইয়ো
누구예요? কে? নু-গু-ইয়ে-ইয়ো?
뭐예요? কি? মুয়-ইয়ে-ইয়ো?
왜요? কেন? ওয়ে-ইয়ো?
어떻게요? কিভাবে? অত-তোক-খে-ইয়ো?
언제요? কখন? অন-জে-ইয়ো?
어디에서요? কোথায় থেকে? অ-দি-য়ে-স-ইয়ো?
누구랑요? কার সাথে? নু-গু-রাং-ইয়ো?
뭐 하고 있어요? কি করছেন? মুয় হা-গো ইস-স--ইয়ো?
영어 할 줄 알아요? আপনি ইংরেজি বলতে পারেন? ইয়ং-য় হাল ঝুল আ-রা-ইয়ো?
한국어 할 줄 몰라요 আমি কোরিয়ান বলতে পারি না হান-গু-গ হাল ঝুল মোল-লা-ইয়ো
한국어 배우고 있어요 আমি কোরিয়ান শিখছি হান-গু-গো ভে-উ-গো ইস-স-ইয়ো
여행 가고 싶어요 আমি ভ্রমণ করতে চাই ইয়-হেং খা-গো শিপ-প-ইয়ো
집에 가고 싶어요 আমি বাড়ি যেতে চাই ঝি-বে খা-গো শিপ-পো-ইয়ো
먹고 싶어요 আমি খেতে চাই মোক-কো শিপ-প-ইয়ো
마시고 싶어요 আমি পান করতে চাই মা-শি-গো শিপ-প-ইয়ো
자고 싶어요 আমি ঘুমাতে চাই ঝ-গো শিপ-প-ইয়ো
일어나세요 ঘুম থেকে উঠুন ই-র-না-সে-ইয়ো
조심하세요 সাবধান ঝো-শিম-হা-সে-ইয়ো